স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিকের ইংরেজী দ্বিতীয় পত্র পরিক্ষায় স্মার্ট ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে নকলের দায়ে ৪ ছাত্রকে বহিস্কার করেছে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার।
শনিবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে সরকারী দেবেন্দ্র কলেজের ১০৯ নং কক্ষ থেকে তিনটি স্মার্ট ফোনসহ তাদেরকে আটক করা হয়।
আটক পরীক্ষার্থীরা হলো, সাগর শিকদার, নন্দন কুমার বিশ্বাস, আতিকুর রহমান এবং জাহিদ ইকবাল। এরা সকলেই খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ছাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার জানান, বহিস্কৃত ওই ছাত্ররা স্মার্ট ফোন দিয়ে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে দেয় এবং একই ভাবে উত্তর সংগ্রহ করে নকল করছিলো। খবর পেয়ে তাদের মোবাইল ফোন জব্দ করে নকলের সত্যতা মিলে। পরে তাদেরকে বহিস্কার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ৭ এপ্রিল ২০১৮/ লিটন