স্টাফ রিপোর্টার : ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে মানিকগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
বিজয় মেলার মাঠ থেকে শুরু হওয়া র্যালীটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল মোতিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুর রহমান, বিআরটিএ‘র সহকারী পরিচালক মোবারক হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্কুল, কলেজ, এনজিও এবং সরকারী সুবিধা প্রাপ্ত বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকারের বিভিন্ন দপ্তরসহ বেসরকারী প্রতিষ্ঠানের প্রায় ১০০ টি স্টল এবারে মেলায় অংগ্রহণ করেছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১১ জানুয়ারি ২০১৮/ লিটন