মানিকগঞ্জের নদী খনন ও দখল-দূষন মুক্ত করার দাবি

স্টাফ রিপোর্টার : “নদী বাঁচায় প্রাণ-প্রকৃতি, নদীর জীবন রক্ষা চাই” সামনে রেখে মানিকগঞ্জের নদীর অবাধ প্রবাহ, দখল ও দূষণমুক্ত থাকার দাবীতে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় স্যাক কার্যালয়ে মানিকগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করে ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, মানিকগঞ্জ প্রেসক্লাব এবং বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক।

ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহবায়ক আজাহারুল ইসলাম আরজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, স্যাকের সভাপতি দীপক কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বারসিকের কর্মসূচী কর্মকর্তা বিমল রায় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মানিকগঞ্জের উপর দিয়ে পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা, কান্তাবতী, মনলোকহানি, গাজীখালি, ক্ষীরাই, মন্দা, ভুবনেশ্বর নদী প্রবাহিত। শুধু মাত্র পদ্মা ও যমুনা নদীর পানি প্রবাহমান আছে। কিন্তু অভ্যন্তরীণ অন্য ৯টি নদী পলি জমে ভরাট হয়ে গেছে। সেই সাথে বিভিন্ন স্থানে দখল হয়েছে নদী। শিল্প কারখানার দূষিত বর্জ্যে পানি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। পানির অভাবে কৃষিকাজসহ দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যহত হয়েছে। দেশের কৃষি ও কৃষকদের বাঁচাতে জরুরী ভিত্তিতে এই নদীগুলো খননের প্রয়োজন। পাশাপাশি নদীগুলোকে দখল ও দূষণ মুক্ত করার জন্যে সরকারকে উদ্যোগ নিতে হবে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৯ মার্চ ২০১৮/ লিটন