
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় এক নারী নির্মাণ শ্রমিক (৪০) গণধর্ষনের শিকার হয়েছেন। এঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত ওই নারী। শনিবার রাতে পুলিশ মো: জুয়েল (৩০) ও সাদ্দাম (২৫) নামে দুই আসামীকে গ্রেপ্তার করেছে।
গত শুক্রবার রাতে সদর উপজেলার জয়রা এলাকায় এ গণধর্ষনের ঘটনা ঘটে।
নির্যাতিত ওই নারী জানান, রাজ মিস্ত্রির সহযোগি হিসাবে দিনমজুরির কাজ করেন তিনি। জয়রা এলাকায় একটি টিনসেট বাড়িতে ভাড়া থাকেন। ডির্ভোসি ওই নারীর দুই মেয়ে তার সঙ্গে থাকলেও, ঘটনার দিন তারা নানা বাড়িতে ছিলেন।
তিনি আরো জানান, শুক্রবার দুপুরে এলাকার চিহিৃত মাদকসেবী জুয়েল (৩০), ওয়াসিম (৩০), রিফাত (২৯) ও সাদ্দাম (২৫) তার বাড়িতে এসে মাদকসেবন করতে চায়। এসময় তিনি বাঁধা দিলে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বখাটেরা চলে যায়। রাত ১১ টার দিকে ওই যুবকরা দরজা ভেঙ্গে তার ঘরে প্রবেশ কওে তাকে মারপিটসহ রাত ৩ টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। এসময পাশের রুমের ভাড়াটিয়ারা বিষয়টি টের পেলেও ভয়ে কেও রুম থেকে বের হননি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুজ্জামান জানান, নির্যাতিত ওই নারী শনিবার রাতে চারজনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার দুই আসামীকে আদালতে নেওয়া হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন। পলাতক দুই আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১ মে ২০১৮/ লিটন