স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তথ্য অভিযান সংক্রান্ত প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে এসময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক দিলীপ কুমার দেবনাথ, পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১ মার্চ ২০১৮/ লিটন