মাদক ইভটিজিং ও বাল্য বিবাহকে লাল কার্ড  

স্টাফ রিপোর্টার : মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে লাল কার্ড দেখালেন মানিকগঞ্জ জেলা শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তারা মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠনের শপথ করেন। আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

কলেজের অধ্যক্ষ হোসনে আরার সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত উল্ল্যাহ, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা রোভারের সাধারণ সম্পাদক আয়ুব খান ও লীডার রুহুল জামাল সুজন, প্রথম আলো পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন এবং আয়োজক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক