ভ্যানচালক ফুটবলার শিহাবের পাশে আমিনুল

২০১৭ সালে জাতীয় স্কুল ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শিহাব উদ্দিন। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনা বন্ধ করে ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিল এ কিশোর ফুটবলার । তবে শিহাবকে আর ভ্যান চালাতে হবে না। গণমাধ্যমে শিহাবের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নজরে আসে। শিহাব উদ্দিনের দায়িত্ব নিয়েছেন সফল গোলরক্ষক আমিনুল হক। পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় আলোকদিয়া গ্রামে শিহাবের প্রতিভা বিকাশে তার পড়ালেখার এবং খেলা সম্পৃক্ত যাবতীয় খরচ বহন করবেন আমিনুল। সাবেক ফুটবলার আমিনুল বলেন, ‘আমি শিহাবের পড়াশোনার দায়িত্ব নিলাম। আমি চাই সে যেন দেশসেরা ফুটবলার ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে।’

গত বুধবার আমিনুল শিহাবের বাড়িতে যান। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শিহাবের হাতে অনুদানের অর্থ তুলে দেন আমিনুল হক। প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে শিহাবের বাড়িতে আর্থিক সাহায্য পৌঁছে দেয়ার আশ্বাস দেন আমিনুল। এর আগে শিহাবের পাশে দাঁড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বসুন্ধরা ও আমিনুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিহাবের বাবা কোরবান আলী বলেন, ‘ছেলের ফুটবলার হওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। বসুন্ধরা কিংস ও আমিনুল ভাইয়ের কারণে শিহাবের স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ এসেছে।’