ভোলায় এবার পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত

এম নাজমুল ইসলাম : বোরহানউদ্দিনে শিশু, মনপুরায় যুবক ও ভোলা শহরে বাবা-মেয়ে করোনায় আক্রান্তের পর এবার সদর উপজেলার ইলিশা বাজারের এক পল্লী চিকিৎসকের করোনা পজেটিভ প্রতিবেদন আসে। এ নিয়ে দ্বীপ জেলা ভোলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু ও একজন কিশোরী রয়েছেন।

ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার ডা: রতন কুমার ঢালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে গিয়ে ওই বাড়ি লকডাউন করে দিয়েছেন। এই পর্যন্ত ভোলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জানা গেছে, ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ‘ইলিশা বাজার’ ঔষুধের ফার্মেসীর মালিক পল্লী চিকিৎসকের করোনাভাইরাস পজেটিভ এসেছে। পল্লী চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সদর থানার ওসি মোঃ এনায়েত হোসেন, ইলিশা ফাড়ির ইনচার্জ রতন চন্দ্র শিল ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ী লকডাউন করে দেন।

তবে ওই এলাকায় এখন পর্যন্ত কতজন করোনাভাইরাস ছড়িয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভোলায় এখন পর্যন্ত মোট ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ৩ জন, মনপুরায় ১ জন, বোরহানউদ্দিনে ১ জনসহ মোট ৫ জনের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। প্রশাসন ওইসব এলাকা লকডাউন করে দিয়েছে।
চট্টলানিউজ/এসআর