
চট্টলানিউজ, চরফ্যাশন: ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন পৌরবাপ্তা ১নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্যসহ শান্ত দে (২৬) নামে একজনকে আটক করেছেন। ২১ মে তাকে আটক করা হয়।
শান্ত দে ভোলা পৌরসভার পৌরবাপ্তার ১ নং ওয়ার্ড এ কৃষ্ণ পদ দে এর ছেলে। তার বিরদ্ধে মাদক মামলা হয়েছে।
চট্টলানিউজ/এনএ