ভোলার ৯৯টি কওমী মাদ্রাসাকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

ভোলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ঘরবন্দি অসহায় ভোলা জেলার ৯৯টি কওমী মাদরাসা ও সংলগ্ন এতিমখানায় সংশ্লিষ্টদের জন্য ১২ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এই অনুদানের টাকা ২৯ এপ্রিল ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিকট প্রেরণ করেন।

ভোলা জেলা প্রশাসকের দপ্তরের প্রধান সহকারী মোঃ সোহাগ চট্টলানিউজ ডটকমকে অনুদান বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী জানান, ইতোপূর্বে ৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট থেকে তালিকা সংগ্রহ করে ওই তালিকার আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত অনুদান বিতরণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাগণই জেলার ৯৯টি কওমী মাদরাসায় এ অনুদান পৌঁছে দেন।
চট্টলানিউজ/এসআর