লালমোহন প্রতিনিধি: ২১ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১ ঘটিকায় ভোলা জেলার লালমোহন থানাধীন ৮নং রমাগঞ্জ ইউনিয়নের শুন্যচর গ্রামের রাধাঁগোবিন্দ মন্দিরে প্রতিবন্ধী জয়চন্দ্র মিস্ত্রি (২৩) কে নির্যাতনের অভিযোগে জড়িত আসামী তাপস (৩০) কে ২১জুলাই দিবাগত রাত ২ ঘটিকায় এস আই আরিফ এর নেতৃত্বে লালমোহন থানা পুলিশের একটি টিম লালমোহন থানাধীন উত্তর বাজার এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানান যে, ভিকটিম জয় চন্দ্র মিস্ত্রি (২৩), পিং-শ্যামল চন্দ্র মিস্ত্রি, সাং- শুন্যের চর, থানা-লালমোহন, জেলা-ভোলা একজন প্রতিবন্ধী। এলোমেলো চলাচল করে, উত্তেজিত হয়ে যে কাউকে মারধর করে। ২১জুলাই তারিখ সকাল ১০ঘটিকায় আসামি তাপসের শ্যালক অপুর্বকে প্রতিবন্ধী জয় চন্দ্র মিস্ত্রী বিনা কারণে থাপ্পর মারে। পরবর্তীতে একই দিন ১১ ঘটিকায় আসামি তাপসসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে ভিকটিম প্রতিবন্ধী জয় চন্দ্র মিস্ত্রীকে লালমোহন থানাধীন ৮নং রমাগঞ্জ ইউনিয়নের শুন্যেরচর গ্রামে রাধাঁ গোবিন্দ মন্দিরের খুটির সাথে বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মারধরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এর নজরে আসলে লালমোহন থানার অফিসার ইনচার্জকে দ্রুত আসামী গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।
এ সংক্রান্তে লালমোহন থানার মামলা নং-১২, তারিখ ২২জুলাই ধারা- ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ দঃবিঃ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।