বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হকের তত্ত্বাবধানে এসআই মোহাইমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেছেন। এ অভিযানে প্রতারণার অভিযোগে ফুলকাচিয়া ৫নং ওয়ার্ডের মৃত মজর আলীর ছেলে মোঃ জাকির হোসেন মালকে (৩৫) বোরহানউদ্দিন থানাধীন ফুল কাচিয়া থেকে গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশ শীর্ষবাণী ডটকমকে জানায়, আজ ৬ জুলাই বিকাল ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ জাকির মাল (৩৫) সহ পলাতক আসামিরা প্রতারণার মাধ্যমে ৮,৬৬,০০০ (আট লাখ ছিষট্টি হাজার) টাকা বিকাশের মাধ্যমে আত্মসাৎ করে। যারা প্রতারিত হয়েছেন তারা লিখিত অভিযোগে জানিয়েছেন- আসামিরা শুধু টাকা আত্মসাৎই করেননি, তাদেরকে জীবন নাশের হুমকি ও ভয়ভীতিও প্রদর্শন করে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার নং-০৯।