স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে বৈচিত্র্য,আন্ত:নির্ভরশীতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তানে বেসরকারি সংগঠন বারসিকের আয়োজনে এ সভার আয়োজন করে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুয খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, বারসিকের জেলা শাখার সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বাহাউদ্দিন বাহার ও সিলভানুস লামিন প্রমূখ।
আলোচনায় সভায় বক্তারা বৈচিত্র্য,আন্তঃনির্ভরশীতা ও বহুত্ববাদী সমাজ পরিচিতি ও বৈচিত্র্য,আন্ত:নির্ভরশীতা ও বহুত্ববাদী সমাজ নির্মানে সংবাদ কর্মীদের ভূমিকা মানিকগঞ্জের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২২ মে ২০১৮/ লিটন