বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন পান্নুর মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণ সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিসের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমেদ পান্নুর প্রথম মৃত্যুবার্ষিকী।

বুধবার সন্ধ্যায় সাবিস মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক এস এ হালিম, যুগ্ম সম্পাদক সুকুমার গুপ্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি দীপক ঘোষ, সংগঠনের কোষাধ্যক্ষ কামাল আহমেদ কমল, দপ্তর সম্পাদক দোলন গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন আহমেদ, শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সকলে রিয়াজ উদ্দিন আহমেদ পান্নুর স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ জুন ২০১৮/ লিটন