কোরবান আলী, ঝিনাইদহ: ঝিনাইদহে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা মেলা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ঝিনাইদহ জোনাল ইনচার্জ শেখ ওলি আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রধান আলোচক ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের খুলনা বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ সাইদুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ মে এম শামছুল হক সিদ্দিকী, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ঝিনাইদহ সার্ভিস সেন্টারের এস ভিপি মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাদেকুর রহমান ও শামীম হাসান। অনুষ্ঠানে ৫ শতাধিক বীমা প্রতিনিধি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। বক্তারা, জীবন বীমাসহ সকল প্রকার বীমার সূবিধা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে ৩ জন গ্রাহককের নমিনীর হাতে মৃত্যুদাবীর চেক তুলে দেওয়া হয়।
সব খবর/ঝিনাইদহ/৫ মার্চ ২০১৮/সোহেল