ঢাকা অফিস: ৫ অক্টোবর স্বাশিপ এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। উক্ত শিক্ষক দিবসে বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য প্রফেসর আব্দুস সালাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান।
প্রবন্ধ উপস্থাপন করবেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। উক্ত গুরুত্বপুর্ণ সেমিনারে উপস্থিত থাকার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
চট্টলানিউজ/এনএ