বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির ইন্তেকাল

বিশ্ব ইজতেমায় অংশ নেয়া দুই বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তীব্র শীতের মধ্যে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বের প্রথম রাতেই তাদের মৃত্যু হয়। দুজনেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার বাসিন্দা মোহাম্মদ আলী (৭০) ও সিরাজগঞ্জের কাজীপুর থানার পাটাক এলাকার খোকা মিয়া (৬০)।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।