বিমান আছড়ে পড়লো নদীতে, নিহতের সংখ্যা বেড়ে ১৯

দক্ষিণ সুদানের এক নদীতে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রোববার বিমানটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে মাঝ নদীতে আছড়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সকালে স্থানীয় জুবা ইন্টারন্যাশানাল বিমানবন্দর থেকে চার্টাড বিমানটি ২২ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ে। পথে হঠাৎ করে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তল্লাশি অভিযানের পর দেখা যায় স্থানীয় একটি নদীতে ভেঙে পড়েছে বিমানটি। এরপরেই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল।

দক্ষিণ সুদানের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। ১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন। বেঁচে থাকা যাত্রীদের একজন ইতালির চিকিৎসক। তিনি একটি এনজিওতে কাজ করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইরল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।