
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলুকে তার বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশ বিরুদ্ধে।
খোন্দকার আকবর হোসেন বাবলু অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলন্ডী গ্রামে তার নবনির্মিত বাড়িতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য দাওয়াত দিয়েছিলেন। কিন্তু পুলিশ তার এই আয়োজন পণ্ড করে দিয়েছে এবং তাকে তার স্ত্রী, শিশুপুত্রসহ কাজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
পুলিশের এই আচরণকে তিনি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন। তিনি বলেন, আমন্ত্রিত ও বাড়ির লোকজনদের জন্য দুপুরের খাবারের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। অথচ খাবার সময় তার স্ত্রী, শিশু সন্তান ও কাজের মেয়েকে নিয়ে বাড়ি ছাড়কে বাধ্য হলেন।
জেলা বিএনপি’র কৃষিবিষয়ক সম্পাদক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, এটি কোনো রাজনৈতিক সভা, সমাবেশ ছিল না। সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পুলিশের বাঁধা, এটি চরম অন্যায়। এটি মানবাধিকার লঙ্ঘন।
সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বেলেন, দুপুরের দিকে ঘিওর থানা পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। একপর্যায়ে তাকে ডিবি পুলিশের মাইক্রোবাসে কিছুক্ষণ বসিয়ে রেখে তাকে মানিকগঞ্জ থেকে চলে যেতে বলা হয়। পরে পুলিশের দুটি গাড়ী তার প্রাইভেট কারকে ১০ কিলোমিটার দুরে মানিকগঞ্জের শেষ সীমান্তে দিয়ে আসেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, খোন্দকার আকবর হোসেন বাবলু প্রেসক্লাবের সদস্যদের দাওয়াত করেছিলেন। সেই অনুযায়ী প্রেসক্লাবের সদস্যদের জানিয়ে দেয়া হয়। বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়েছিলেন ছিলেন। কিন্তু সকাল ১১টার দিকে তিনি জানান অনিবার্যকারণে দুপুরের খাবার অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরে তিনি আমন্ত্রিত সকল সাংবাদিকদের এটি জানিয়ে দেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন, খোন্দকার আকবর হোসেন বাবলু তার বাড়িতে সভা করবেন এবং ঢাকা আরিচামহাসড়ক অবরোধ করবেন। জনস্বার্থে পুলিশ কর্তৃপক্ষ তাকে অনুষ্ঠান করতে নিষেধ করেছেন।
খন্দকার আকবর হোসেন বাবলুর পিতা প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ-১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদের চীফ হুইপের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এই আসনে বিএনপি’র মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন তিনি।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৩ এপ্রিল ২০১৮/ লিটন