আশিকুর রহমান, টাঙ্গাইল : টাঙ্গাইলের ক্ষুদিরামপুরে বাস চাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-টাঙ্গাইল সদর উপজেলার তেতুলিয়া গ্রামের শামছুল হকের ছেলে সাগর (১৯) ও একই এলাকার শুকুর আলীর ছেলে শরিফ(১৮)।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে ধনবাড়ীগামী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুই সাইকেল আরোহী নিহত হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দেড় ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যানচলাচল স্বাভাবিক হয়।
সব খবর/ টাঙ্গাইল/ ১০ জুন ২০১৮/ লিটন