রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় তানজিলা আক্তার (১৬) নামের এক ছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ফার্মগেট বাবুল টাওয়ারের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজিলা পরিবারের সঙ্গে নাখালপাড়া এলাকায় থাকত। এবার সে এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে তার পরিবার জানিয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবুল টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই ছাত্রীর মৃত্যু হয়। ঘটনার পর পরই বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।