পার্থ হাসান, পাবনা : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তিশমা আক্তার রিতু (১৩) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা।
মঙ্গলবার ওই স্কুল ছাত্রীকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার পৌর শহরের উত্তর মেন্দা মহল্লায় এ ঘটনা ঘটে।
রিতুর বাবা রফিকুল ইসলাম ঐ রাতেই বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
রিতু জানায়, স্কুলে যাবার পথে কয়েকজন বখাটে প্রায়ই তাকে বিরক্ত করতো। ঘটনার দিন নৌবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের বখাটে ছেলে মাহফুজ (১৬) তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার মাথায় ছুরিকাঘাত করে।
ভাঙ্গুড়া থানার ওসি শাহিন কামাল খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন বখাটেদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
সব খবর/ পাবনা/ ১৫ মে ২০১৮/ লিটন