
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে পোস্ট করার অভিযোগে রনি ইসলাম (২৪) নামে এক ছাত্রদলের কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে পাবনার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রনি ওই এলাকার মোহাম্মদ টিপু কারিগরের ছেলে এবং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছাত্রদলের সক্রিয় কর্মী।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ওইদিন বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি থানায় এজাহার দায়ের করেন।
এজাহারে লেখা হয়েছে, ‘রনির ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্তক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’
এজাহারে মোট ৪টি অভিযোগ উল্লেখ করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জহুরুল হক বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে প্রচারের দায়ে ও অশ্লীল কথা লিখে গত ১৩ এপ্রিল পোস্ট দেয় রনি। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা থানায় অভিযোগ করে, প্রচারের দায়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সব খবর/ পাবনা/ ৫ মে ২০১৮/ লিটন