প্রধানমন্ত্রীর আগমন অপেক্ষায় পাবনা এখন উৎসবের নগরী

পার্থ হাসান, পাবনা : রূপপুর পারমানবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং ডেট (এফসিডি) কাজের উদ্বোধন করতে আগামী ১৪ জুলাই পাবনা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে তিনি পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত পাবনা-মাঝগ্রাম রেলপথের উদ্বোধন করবেন। এছাড়া আরো বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল জনসভায় প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাবনা এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীর পাশাপাশি একাধিক মেগা প্রকল্পের বাস্তবায়নে দারুণ খুশি জেলার সাধারণ মানুষও । প্রধানমন্ত্রীর আগমন অপেক্ষায় পাবনাবাসীর মনে এখন আনন্দের জোয়ার। সরকারী কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর যেন দম ফেলার ফুসরত নেই। নতুন রূপে সাজানো হচ্ছে সার্কিট হাউজ, সংস্কার হচ্ছে ভাঙাচোরা রাস্তাঘাট।

পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ লক্ষ্যে জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমন্বয় করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নাওয়া খাওয়া ভুলে মাঠে নেমেছেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিদিন চলছে বিশেষ বর্ধিত সভা, ওয়ার্ডে ওয়ার্ডে চলছে আনন্দ মিছিল। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাপা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের রাস্তা ঘাট। তৈরী হচ্ছে সুদৃশ্য তোরণ।
সোমবার পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, নেতাকর্মীদের পদভারে মুখরিত দলীয় কার্যালয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে চলছে বিশেষ বর্ধিত সভা। এ সময়,জনসভা সফল করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি পংকজ দেবনাথ।

এর আগে, পাবনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম লিটন,প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আয়োজন করেন মোটর শোভাযাত্রা। ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে বাদ্য বাজনার তালে বিশাল মোটর শোভাযাত্রা ঈশ্বরদী-পাবনা মহাসড়ক ঘুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

রফিকুল ইসলাম লিটন তার বক্তব্য বলেন, বিশ্বনন্দিত মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদী ও পাবনাতে আসছেন এতে আমরা গর্বিত। বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী ঈশ্বরদী-আটঘরিয়া তথা পাবনা জেলাবাসিকে দুইহাত ভরে যা দিয়েছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। মমতাময়ী নেত্রীকে স্বাগত জানাতে পাবনার মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এখন ব্যস্ত সর্বশেষ প্রস্তুতিতে। পুলিশ লাইনস মাঠে তৈরী হচ্ছে বিশাল মঞ্চ। প্রধানমন্ত্রীকে স্মরণ কালের বৃহৎ সংবর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে পাবনা জেলা আওয়ামীলীগ ।

আর সব কিছু তদারকির দ্বায়িত্বে রয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বলার অপেক্ষা রাখেনা ১৪ জুলাই পাবনা পুলিশ লাইন্স ময়দান জনতার মহাসমুদ্রে পরিণত হবে। রূপপুর পারমাণবিক প্রকল্প, রেল লাইনসহ একাধিক অধরা স্বপ্নের বাস্তবায়নে পাবনাবাসী কতটা খুশি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব । প্রধানমন্ত্রীর জনসভায় হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে নেত্রীকে বরণের মধ্য দিয়ে এ জেলার মানুষ তার প্রমাণ দেবে। জনসভা সফল করতে পাবনার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সব খবর/ পাবনা/ ৯ জুলাই ২০১৮/ লিটন