প্রথম সন্তানের বাবা হলেন ক্রিকেটার সোহান

প্রথমবারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ ক্রিকেটার নুরুল হাসান সোহান। বুধবার সন্ধ্যার দিকে সোহানের স্ত্রী তাসনিম ইসলাম লিসার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান।

২০১৭ সালের জুন মাসে খুলনার স্থানীয় পাত্রী লিসার সাথে শুভ পরিণয় ঘটে সোহানের। লিসার সঙ্গে এই ক্রিকেটারের পরিচয় ছিল আগে থেকেই। তারা দুজন এক সাথে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও একসঙ্গে পড়ালেখা করেছেন। মনের লেনাদেনা মূলত কলেজ জীবনেই হয়েছিল। বিয়ের দুই বছর পর সুখের সংসারে তাদের কোলজুড়ে এল প্রথম সন্তান।

প্রসঙ্গত বর্তমানে জাতীয় দলের বাহিরে রয়েছেন নুরুল হাসান সোহান। তবে ঘরোয়া লিগে নিয়মিত মুখ তিনি। কদিন আগে বিসিবি একাদশের হয়ে ভারতে মিনি রঞ্জি ট্রফিতে খেলতে গেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।