প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

পার্থ হাসান, পাবনা : পাবনার সুজানগরে নিজ বাড়িতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

রবিবার সকালে উপজেলার দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার ডাক্তারী পরীক্ষার জন্য ঐ কিশোরীকে পাবনা জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রবিবার রাতে অভিযুক্ত ধর্ষণকারী হেলাল উদ্দিনকে (২২) আটক করেছে পুলিশ। হেলাল উপজেলার দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়িতে কেউ না থাকায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে তালাবদ্ধ করে মেয়েটির বাবা মাঠে কাজ করতে বের হয়। এই সুযোগে ঘরের তালা ভেঙে ভেতরে বেশ করে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে হেলাল। পরে ঘর থেকে বের হয়ে দ্রুত পালানোর সময় বাড়ির পার্শ্ববর্তী লোকজন দেখে ফেলে হেলালকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়।

পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ধর্ষণকারীকে আটকের জন্য মাঠে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় হেলালকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সোমবার অভিযুক্ত হেলালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সব খবর/ পাবনা/ ৭ মে ২০১৮/ লিটন