পাবনায় শিশু পরিবারের সদস্যদের সাথে সাংবাদিকদের ইফতার

পার্থ হাসান, পাবনা : পাবনা সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে ইফতার করছেন রিপোর্টার্স ইউনিটি ও টেলিভিশন অনলাইন সাংবাদিক সমিতির সদস্যরা।

রবিবার পাবনার কবিরপুরে শিশু পরিবারের শতাধিক এতিম শিশুদের সাথে ইফতারে শরকি হয়েছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক পাবনা প্রতিদিনের প্রধান সম্পাদক রবিউল ইসলাম রবি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড জাকির হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, ন্যাপের সভাপতি রেজাউল করিম মনি, দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহাবুব আলম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, রিপার্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী বাবলা, টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডেইলি ষ্টার পাবনা প্রতিনিধি হুমায়ন কবির তপু, পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইবনে শায়েক, শিশু পরিবার তত্বাবধায়ক শিউলি রানী, ইয়াং জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক রনি ইমরান প্রমুখ।

এটিএন নিউজের প্রতিনিধি রিজভী জয়, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ হাসান এবং একাত্তর টেলিভিশন ও বাংলা নিউজ২৪.কমের জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেলের সার্বিক তত্বাবধানে শিশু পরিবারের সদস্য ও অতিথিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

ইফারের আগ মূহুর্তে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা কামরুজ জামান। ইফতার শেষে শিশু পরিবারের সদস্যদের সাথে রাতের খাবারে শরিক হন অতিথিরা।

সব খবর/ পাবনা/ ১০ জুন ২০১৮/ লিটন