![](http://www.chattalanews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পার্থ হাসান, পাবনা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও পাবনা জেলা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট কমিটি বাতিল এবং অবিলম্বে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে জেলা ছাত্রদলের সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেয়।
শহরের মহিষের ডিপু থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
এতে পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, ওয়াসিব আব্রার হাসিব, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সরকার, সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. ইমরান মানিক, রুমন আক্তার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান। সেই সাথে পাবনা জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট কমিটি বাতিল করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী ও ত্যাগী নেতাদের সমন্বয়ে একটি নতুন কমিটি গঠনের দাবী জানান।
সব খবর/ পাবনা/ ৩০ জুন ২০১৮/ লিটন