পার্থ হাসান, পাবনা : পাবনায় প্রকাশ্য দিবালোকে দু্ইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতাইকুলা থানার সন্ত্রাস কবলিত ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আঃ গফুর (৫৫) ও গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ৬টার দিকে পরিকল্পিতভাবে তেবাড়িয়া বাজারের দুদিক থেকে কয়েকটি হেলমেট ও মুখোশধারী একদল দুবৃর্ত্ত কয়েকটি মোটরসাইল করে ইদ্রিস আলীর মুদি দোকানে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় দুবৃর্ত্তরা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য আঃ গফুর এবং ব্যবসায়ী ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে তারা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। এসময় ভয়ে বাজারের ব্যবসায়ীসহ অন্যরা আতংককিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। মুহুর্তের মধ্যে বাজারের সব দোকান পাট বন্ধ হয়ে যায়। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। তবে কে বা কারা এ হত্যা কান্ড ঘটিয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেনি। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান।
সব খবর/ পাবনা/ ২৪ জুন ২০১৮/ লিটন