পাটুরিয়া ঘাট পরির্দশনে নৌ পুলিশের ডিআইজি

স্টাফ রিপোর্টার : ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নিরাপদে পারাপারের লক্ষ্যে পাটুরিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান।

মঙ্গলবার দুপুরে তিনি পাটুরিয়া ঘাট পরির্দশন করেন।

এসময় তিনি লঞ্চ ও ফেরি ঘাট ঘুরে দেখেন এবং ঘরমুখী যাত্রী ও যানবাহন যেন নিরাপদে পাড় হতে পারেন সে বিষয়ে ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

এসময় নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহাবুর রহমান, জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় সার্কেল মো. মাহাবুবুর রহমানসহ পুলিশ, র‌্যাব, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডিআইজি সাংবাদিকদের বলেন, যাত্রী ও যানবাহন ঘাট দিয়ে যাতে কোন ভোগান্তি ছাড়াই নিবিঘেœ পার হতে পারে সে বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যাত্রী নিরাপত্তার জন্য নদীতে নৌ পুলিশ মোতায়ন থাকবে। ঘাটের সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের কাছে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুন ২০১৮/ লিটন