ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এইচএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার ও দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকুপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্রে এ আদেশ দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।
আদালত সুত্রে জানা যায়, শনিবার সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয় এইচ এস সি ইংরেজি ২য় পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকুপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্র থেকে অসাদুপায় অবলম্বরের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার ও দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন জানান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়।
সব খবর/ ঝিনাইদহ/ ৭ এপ্রিল ২০১৮/ লিটন
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নূরুল আমিন, সম্পাদকীয় কার্যালয়: চরফ্যাশন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (সিআইআইটি) রতন প্লাজার তৃতীয় তলা, সদর রোড, চরফ্যাশন, ভোলা।
ঢাকা অফিস: রায়পুরা হাউস (২য় তলা), ৫/এ, আউটার সার্কুলার রোড, পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭ / যোগাযোগ : ০১৭১৬-২৩৭১০৮, ০১৭৬২-৪৪৭২২৮, ইমেইল : chattalanews@gmail.com