পাঁচ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার : গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের পাঁচ দিন পর মাধব চন্দ্র মন্ডল (৬৯) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার স্থানীয় একটি সরিষা খেত থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে। এঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত মাধবের বাড়ি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দুলাকান্দা গ্রামে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায ওই বৃদ্ধ বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাঁর সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুলাকান্দা গ্রামে সরিষা খেতে ওই বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ পৌর এলাকায় শিবাবাড়ী মহাশ্মশানে তাকে দাহ্য করা হয়।

এ ব্যাপারে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার দে বলেন, লাশের গোপনাঙ্গের অন্ডকোষ থেতলানো ছিল। এ ছাড়া বা পায়ে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরোও বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যার সঙ্গে কারা জড়িত এবং কেন হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুই জনকে আটক করা হয়েছে।

সব খবর/ মানিকগঞ্জ/ শিবালয়/ ২৫ জানুয়ারি ২০১৮/ লিটন