পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বেশ কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার  রাত ৮টার দিকে সদর উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার নতুন বস্তির কাঁচামাল ব্যবসায়ী নুরুজ্জামান খান (৪০) ও ধাক্কামারার মাহাবুবুর রহমান জনি (৩০)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, নুরুজ্জামান ও জনি মোরসাইকেল যোগে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে যাওয়ার পথে ব্যারিস্টার বাজারে জ্যাম থাকায় তারা রাস্তার পাশে অবস্থান নেয়। এসময় পেছন থেকে রাসেল এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো ট ২০৮৫৩৬) নামে একটি ১০ চাকার গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সব খবর/ পঞ্চগড়/ ২২ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন