নৌকা মার্কায় ভোট চাই-দুর্জয়

dir="auto">স্টাফ রিপোর্টার : উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা শশ্বান ঘাটের এক হরিসভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।
এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জনি, দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক, সাধারণ সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,  জেলা ছাত্রলীগের  সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম চৌধুরী রানাসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনন্দ কর্মকার স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় মাথাচাড়া দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এরা দেশের ধ্বংসাত্মক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। এদের বিরুদ্ধে  কঠোর প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার পরামর্শ দেন।
পরে দৌলতপুর উপজেলার ধামশ্বরে দরবেশ বাবার বার্ষিক ওরসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৩ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন