জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর বাজার থেকে নয় হাজার পিস ইয়াবাসহ আবু জাফর রাজু নামের একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২ টার দিকে সেনবাগের নবীপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আবু জাফর রাজু নবীপুর ইউনিয়নের সেনেরগাও গ্রামের রফিক উল্যার ছেলে।
থানা সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকায় ডন রাজু নামে পরিচিত। পুরো সেনবাগে তার নেতৃত্বে মাদকের ব্যবসা চলে আসছিল।
এ বিষয়ে সেনবাগ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সে সেনবাগে ইয়াবার ব্যবসা করে আসছে। বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আটক করতে সক্ষম হই।