নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
রোববার রাতে আবাসিক হোস্টেলে ছাত্রদের সিটে উঠানো নিয়ে দুগ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রবীন ও সম্পাদক ধ্রুব সমর্থিতদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া হয়।
এর আগে রাত ১০টায় সভাপতি রবিন গ্রুপ বহিরাগতদের নিয়ে সেক্রেটারি গ্রুপের সমর্থকদের উপর হামলা করে।
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্যম্পাসে থম থমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরনের সংঘর্ষের ঘটার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ মো. লিটন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।