ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন ইশরাক হোসেন। দায়িত্ব যেন সফলভাবে পালন করতে পারেন সে জন্য তিনি এই দোয়া কামনা করেন।
ঢাকার উন্নয়ন প্রশ্নে নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা দুজনে উচ্চ শিক্ষিত আছি, উন্নয়নে সমস্যা হবে না।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল এবং দক্ষিণ সিটিতে ইশরাকের নাম ঘোষণা করেন। পরে দুজন গণমাধ্যমে তাদের প্রতিক্রিয়া এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইশরাক বলেন, ‘ঢাকা বিশ্বের মধ্যে বসবাসের অযোগ্য নগরীর অন্যতম। কারণ এখন যারা ক্ষমতাসীন রয়েছে জনগণের প্রতি তাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই। তারা ভোটের মাধ্যমে আসেনি।’
তিনি বলেন, ‘যে পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে গত ১২ বছরে, এ রকম ঢাকা কেন, বাকি ৬টি মেট্রোপলিটন সিটিকেও উন্নত শহরে পরিণত করা সম্ভব ছিল।’
ইশরাক বলেন, ‘আমি বলতে চাই, যদি মেয়র নির্বাচিত হই ঢাকাকে ন্যূনতম বসবাসযোগ্য নগরীতে পরিণত করবো। তারপরে উন্নয়ন, এগুলো কোনো সমস্যা না, এসব আমাদের জানা আছে। দেশকে কীভাবে উন্নয়ন করতে হয়। আমরা বিশ্বের আধুনিক শহর গড়ে তুলবো, আমাদের কোনো সমস্যা হবে না, আমরা দুজনে উচ্চ শিক্ষিত আছি। আমাদের বিস্তর পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনকে যে অথরিটি দেয়া আছে, সেটা দিয়ে আসলে ঢাকার সমস্যা সমাধান সম্ভব না এবং উন্নত নগরী করাও সম্ভব না। ঢাকাকে অবশ্যই একটি মেট্রোপলিটন গভর্নমেন্ট অথবা নগর সরকারের আদলে ঢেলে সাজাতে হবে।’