নির্বাচিত হবে ৮নং ওয়ার্ডবাসী শান্তিতে বসবাস করবে: সোলায়মান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে তৈরি করেছেন সোলায়মান দেওয়ান। তিনি ঢাকা মহানগর উত্তরে অবস্থিত শাহ-আলী থানা যুবদলের সাধারণ সম্পাদক। তার ব্যক্তিগত ইমেজ ৮নং ওয়ার্ডের জনগণের কাছে ছড়িয়ে পড়েছে। কর্মীবান্ধব এই নেতা সকলের কাছে এক প্রিয় মুখ।

৮নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা বলেন, সোলায়মান ভাই সবার প্রিয়। তিনি সব সময় আমাদের পাশে আছেন। তাকে আমরা যখনই চাই, সুখে-দুঃখে তিনি আমাদের পাশে এসে হাজির হন। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এই এলাকা মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।

কাউন্সিলর প্রার্থী সোলায়মান দেওয়ান বলেন, ৮নং ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসেন। আমি তাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, এলাকার জনগণ যদি আমাকে কাউন্সিলর নির্বাচিত করেন তাহলে ৮নং ওয়ার্ডে কমিউনিটি সেন্টার, সকল প্রকার মাদক নির্মূল, স্বাস্থ্যকেন্দ্র, লাইব্রেরি, কবরস্থান, ঈদগাঁহ মাঠ, আধুনিক খেলার মাঠ, পার্ক, রাস্তাঘাট সংস্কার, বিনোদনকেন্দ্র, পরিকল্পিত নগরায়ন, ফ্রি ওয়াইফাই সুবিদাসহ এ ওয়ার্ডকে জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে জনগণকে উপহার দেব।

তিনি বলেন, এই এলাকার জনগণের কাছে এবং বাংলার ১৬ কোটি মানুষের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও তার রোগ মুক্তির জন্য দোয়া চাই। আর আমি আমার ওয়ার্ডের জনগণের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।