নিজ ঘরে মা ও শিশু সন্তানের লাশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রাম থেকে মা হালিমা আকতার শারমিন ও তার দুই বছরের শিশু সন্তান আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ির বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। নিহত হালিমা ওই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী ও তার ছেলে আব্দুল্লাহ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এটি হত্যা না আত্মহত্যা ময়না-তদন্তের প্রতিবেদন হাতে এলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।