নারায়ণগঞ্জের পাগলায় আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩), তার ছোট বোন তানজিলা (৬)।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পাশের ঘরে থাকা শিউলীর স্বামী জাকির হোসেন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।তিনি জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লাগে।
ঢমেক পুলিশ ক্যাম্পের ইন্সপেকটর বাচ্চু মিয়া চিচিৎসকের বরাত দিয়ে জানান, শিউলী ৯৮ ভাগ, আব্দুল আলিম ৪৮, জুথি ১৮ এবং জানজিলা ২৪ ভাগ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।