নাটোরে ব্রাজিলের ৫শ ফিট দৈর্ঘের পতাকা

স্টাফ রিপোর্টার :  নাটোর সদর উপজেলার অর্জনপুর গ্রামে ৫শ ফিট দৈর্ঘের ব্রাজিলের পতাকা বানিয়েছে স্থানীয় কয়েক যুবক।

নাটোরের দত্তপাড়া মডেল ডিগ্রী কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র মো. শামীম খান তার বন্ধু নাজমুল হোসেন, রাসেল হোসেন ও জিল্লুর রহমানকে নিয়ে এই পতাকা তৈরি করেছে।

রবিবার দুপুরে অর্জনপুর গ্রাম থেকে ব্রাজিলের শতাধিক সমর্থক আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ঘুরে এই পতাকার শোডাউন দিয়েছে। ব্রাজিলের এই পতাকা দেখতে শতশত গ্রামবাসী ভিড় জমায়।

শামীম খান বলেন, আর কদিন পরেই বিশ্বকাপ ফুটবল খেলা। ব্রাজিল দলকে আমরা মনে প্রাণে ভালবাসি ও সাপোর্ট করি, তাই আমাদের এই আয়োজন। আগামীতে আমরা আরো বড় পতাকা বানাতে চাই। ৫শ ফিট দৈর্ঘের এই পতাকাটি আজকের দিনের মধ্যেই আমরা সুন্দর একটি জায়গায় স্থাপন করবো।

তিনি আরো বলেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল দল হট ফেভারিট। আমরা ব্রাজিল দলের জন্য শুভ কামনা জানাচ্ছি।

সব খবর/ নাটোর/ ১১ জুন ২০১৮/ লিটন