দৌলতপুরে চরবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয়ে যমুনা নদী ভাংগন কবলিত চরকাটারি, বাঘুটিয়া, জিয়নপুর ও খলসী ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ালীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ালীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন প্রমূখ।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৪ জুন ২০১৮/ লিটন