কবিঃ ফয়সল নোই
হাতের মুঠোয় অগুন্তি ভুল-ভাল
কোন মুখে তাও বৃষ্টি এলো
ঝর্ণা-ছটায় জড়িয়ে গাঢ়-শ্বাস।
ঢেউয়ের দোলায় রুক্ষ কিশোর
ছৈ এর নিচে – ছৈ এর নাচে
দেখছে জলোচ্ছ্বাস।
তার আড়ালে …
পাতা ঝরার উদাস রাতে
মন খারাপের সিঁধেল হাওয়া
চির চেনা আঙ্গিনাতে
দাপাচ্ছে ঝুপ-ঝাপ ।
শালুক হাতে রং-কিশোরী
সন্ধ্যা ডাকা ঢেউয়ের গানে
ছৈ এর নিচে – ছৈ এর নাচে
মন ঘুরানো অভিমানে
জাগিয়ে অবিশ্বাস…
কোন মুখে তাও রাত্রি নামে
অকস্মাৎ , গোপনে চুপচাপ ।