টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন। দেশটির পশ্চিমবঙ্গে রুপালি ও টিভি পর্দার তারকাদের রাজনীতিতে যোগদানের হিড়িক পড়েছে।
এদিকে রুপালি জগতে প্রভাব বাড়াতে সম্প্রতি খুবই সক্রিয় হয়েছে বিজেপি। শিল্পী-কলাকুশলীদের জন্য টালিউড ও টেলিউড সংগঠন তৈরি করেছে তারা। সেই দুই সংগঠনে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক যোগদান চলছে।
এরই ধারাবাহিকতায় এবার সরকারি দল বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের ১১ তারকা। এসব তারকা হলেন- পার্নো মিত্র, ঋষি কৌশিক, অরিন্দম হালদার, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দেবরঞ্জন নাগ ও রূপা ভট্টাচার্য। তারা প্রত্যেকেই টালিউডের পরিচত ও জনপ্রিয় মুখ।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে তারা গেরুয়া শিবিরে যোগ দেন। হাতে তুলে নেন পদ্মখচিত পতাকা। দিলীপ ঘোষ, মুকুল রায়দের উপস্থিতিতে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র এ অভিনেতাদের দলে স্বাগত জানান।
টালিউডের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই না করে অত্যাচার চালাচ্ছে বলে সেখানকার অভিনেতা-অভিনেত্রীরা দলে দলে বিজেপিতে যোগদান করছেন বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।