মামা আমিরের হাত ধরেই বলিউডে পথচলা ভাগ্নে ইমরান খানের। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একাধিক সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
ডেকান ক্রনিকেল, দীর্ঘদিন প্রেমের পর প্রেমিকা অবন্তিকা মালিককে ২০১১ সালে বিয়ে করেন ইমরান। ২০১৪ সালে একমাত্র কন্যা ইমারা তাদের সংসারে আসে। অবন্তিকা মালিকের সঙ্গে দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবন। জানা গেছে, তাদের সেই সম্পর্কের ইতি টানতে চলেছেন ইমরান।
সম্প্রতি তাদের সংসারে তিক্ততা দেখা দিয়েছে। তাই এই সম্পর্ককে আর বেশিদূর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না ইমরান-অবন্তিকা দম্পতি। ইতোমধ্যে অবন্তিকা ইমরানের বাড়ি ত্যাগ করেছেন বলে খবর প্রকাশ। মেয়ে ইমারাকে নিয়ে অবন্তিকা নিজের পরিবারের সঙ্গে থাকছেন। দু’জনের পরিবার, বন্ধুরা তাদের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন, এমন খবরও শোনা যাচ্ছে।
তবে শিগগিরই বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে তাদের, এমন খবরই বেশি জোরালো। ইমরান-অবন্তিকার সংসার ভেঙে যাওয়া প্রসঙ্গে অনেকেই বলছেন, এর অন্যতম কারণ ইমরানের সিনেমা জগতে সেভাবে সাফল্য না পাওয়া। প্রায় ৪ বছর হয়ে গেছে ইমরানকে রুপালি পর্দায় দেখা যায়নি। যদিও দু’জনের পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য শোনা যায়নি।