তিন শিক্ষক লাঞ্ছিত : প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

লোকমান হোসেন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ তিন শিক্ষককে লাঞ্ছিত করেছে ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন। এর প্রতিবাদ ও বিচারের দাবীতে মঙ্গলবার সকালে ক্লাশ বর্জন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সভাপতির ক্যাডার বাহিনীরা হামলা চালায়। এসময় হাটফাজিলপুর বাজারের সকল দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

লাঞ্ছনার শিকার হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপানন্দ কুমার মন্ডল, সহকারী শিক্ষক উত্তম কুমার অধিকারী ও আবুল বাশার।

জানা যায়, তোফাজ্জেল হোসেন দেড় বছর আগে হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই দায়িত্বে অবহেলা, বিদ্যালয়ের অর্থলোপাট, শিক্ষকদের সাথে অসদারচণসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রধান শিক্ষক উপানন্দ কুমার মন্ডল অভিযোগ করেন, সোমবার দুপুরে স্কুল পরিচালনা কমিটির সভা ছিল। সভা শেষে সভাপতি তোফাজ্জেল হোসেন সহকারী শিক্ষক শিক্ষক উত্তম কুমার অধিকারী ও আবুল বাশারের কাছে ছাত্রদের কাছ থেকে বেতন বাবদ টাকা আদায়ের রশিদ দেখাতে বলেন। এসময় তিনি টাকাও দাবী করেন। এক পর্যায়ে সভাপতি ওই দুই শিক্ষককে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন। প্রধান শিক্ষক এগিয়ে এলে তাকেও ছুরি ধরে লাঞ্ছিত করে।

দশম শ্রেণীর শিক্ষার্থী নদী, মিথি, অন্তর, রবিন অভিযোগ করে, তোফাজ্জেল হোসেন একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তিনি প্রায়ই স্কুলে এসে মাদক সেবন করেন। এছাড়াও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ঘটনার সংবাদ শুনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ক্লাস বর্জন করে কুমিরাদহ গ্রামে সভাপতির বাড়ি ঘেরাও করে। সেখানে তাকে না পেয়ে পরে শৈলকুপা-হাটগোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সকাল ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে বিক্ষোভ ও অবরোধ। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বীহী কর্মকর্তা উসমান গনি জানান, ঘটনার সংবাদ শুনে সেখানে যান। শিক্ষক লাঞ্ছিত করার মতো ঘটনা খুবই লজ্জাজনক। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সব খবর/ ঝিনাইদহ/ ২৪ এপ্রিল ২০১৮/ লিটন