ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

কোরবান আলী, ঝিনাইদহ প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের নাগরিক সমাজ। আজ বিকেলে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ কমিটির নেতা মাসুদ আহমেদ সনজু, পৃথ্বীশ রঞ্জন বিশ্বাস, সাংবাদিক মিজানুর রহমান, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মী আব্দুস সালাম, জাসদ নেতা চন্দন চক্রবর্তী, সমাজকর্মী সাজেদুর রহমান ফেটুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সব খবর/মানিকগঞ্জ/৪ মার্চ/ লিটন