ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিফাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রিফাতের বাবার নাম খোরশেদ, বাড়ি জামালপুর।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
ডেঙ্গুর কারণেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের রেজিস্ট্রারে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রবল জ্বরে আক্রান্ত রিফাতকে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা রাতে ঢামেকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টায় সে মারা যায়। স্বজনরা তার লাশ নিয়ে গেছেন।