ডিজিটাল মেলায় বিআরটিএর ব্যতিক্রমি উদ্যোগ

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের রয়েছে নিজস্ব স্টল। এবারের মেলায় ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল। মেলায় সাত দিনের কাজ একদিনে করে দিচ্ছে কর্তৃপক্ষ।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি) মো. মোবারক হোসেন জানান, মেলা উপলক্ষ্যে বিআরটিএর স্টল টিকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। একটি বাসের আকৃতির স্টলের ভেতরেই গ্রাহকের কোন ভোগান্তি ছাড়াই বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে যানবাহন রোজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সের লার্নার, ফিঙ্গার প্রিন্ট, নাম্বার প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

তিনি আরো জানান, সারা বছরই এই সেবা পেতে গ্রাহকদের ৭ থেকে ১০ দিন সময় লাগে। তবে, মেলাকে কেন্দ্র করে গ্রাহকের সেই সেবা একদিনের করে দেওয়া হচ্ছে।

মেলায় সেবা নিতে আসা রফিকুল ইসলাম জানান, মেলায় এসে একদিনেই আমি ড্রাইভিং লাইসেন্সের লার্নার হাতে পেয়েছি। আমার জানামতে এই লার্নার পেতেই কয়েকদিন সময় লাগে।

সেবা কেন্দ্রে বিআরটিএর পরিদর্শক সামছুদ্দিন আহমেদ, অফিস সহকারী আমিনুল ইসলামসহ অফিসের সকল স্টাফ উপস্থিত রয়েছেন।

সোমবার সন্ধ্যায় স্থানীয় বিজয় মেলা মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন