কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। নিহত ইয়াবা পাচারকারীর পরিচয় পাওয়া না গেলেও তাকে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার ভোরে জাদিমুড়া নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে দমদমিয়া বিওপির বিশেষ টহলদল জাদিমুড়া নাফ নদীর পারে অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গুলি ছুড়লে আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দেশি তৈরি একটি অস্ত্র ও দুইটি খালি খোসাসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।